শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ
দেশব্যাপী করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত চলমান লকডাউন কঠোরভাবে পালনে জেলা প্রশাসক আব্দুল মতিনের নির্দেশনায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের নেতৃত্বে কাজ করছে পলাশবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনী।
চলমান কঠোর লকডাউনের প্রথম দিন শুক্রবার থেকেই মাঠে প্রান্তরে, হাটে-ঘাটে জনসমাগমপূর্ণ স্থানগুলোতে অভিযান পরিচালনা করছেন থানা পুলিশ ও সেনাবাহিনী। এ অভিযানে প্রতিটি সদস্য নিরলসভাবে দিনব্যাপী পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করে আসছেন।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের নেতৃত্বে অভিযানে অংশ নেন, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনী পলাশবাড়ী উপজেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন সাদিক, টিআই মোশারফ হোসেন, ট্রাফিক সার্জেন্ট আজিজ ছাড়াও বিপুল সংখ্যক সেনা সদস্য, পুলিশ সদস্য, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
এসময় স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য এবং প্রয়োজন ছাড়া ঘর হতে বাহিরে বের না হওয়ার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান।