বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় করোনা ভাইরাসে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে আরো ১৮ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় জেলার দুইটি হাসপাতালে তাদের মৃত্যু হয়।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন দুপচাঁচিয়ার শিশির চন্দ্র (৭০), সদরের সরদার রহমতুল্লাহ (৮৩), শেরপুরের জাহানারা (৭৩), গাবতলীর সামেদ আলী (৯৫), শেরপুরের চাঁন মিয়া (৪৫) এবং বগুড়া সদরের সেলিনা (৬৯)। এছাড়া করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়া আরো ১৮ জন মারা গেছেন।
শনিবার (২৪ জুলাই) সকাল ১১ টার দিকে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন এক অনলাইন ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।
ডাঃ তুহিন আরো জানান, এ পর্যন্ত জেলায় মোট ১৭ হাজার ৮৫২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪২২ জন এবং ৫৩৩ জন মারা গেছেন। এছাড়া জেলায় চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৮৯৭ জন।