সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের রায়নগর দক্ষিনপাড়া গ্রামের অবসর প্রাপ্ত আর্মি সার্জেন্ট এনএম আলম এর গরুর খামারে কোরবানি ঈদে গরু বিক্রির ৯ লাখ টাকা চুরির ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
মামলাসূত্রে জানা যায়, নাটোর জেলার সিংড়া থানার সিংবাদা গ্রামের রবি’র পুত্র পাপ্পু ওরফে শুভ (২২) অবসর প্রাপ্ত সার্জেন্ট এর ফার্মে গরু রক্ষনা-বেক্ষনের দায়িত্ব পালন করতো। পূর্ব পরিচিত হিসাবে শুভ তার বাড়িতে অবাদে যাতায়াত করতো। মাসিক ৫ হাজার টাকা বেতনে থাকা খাওয়া সুবিধা সহ সে তার ফার্মে চাকুরী করতো।
ঈদ উপলক্ষে তার ফার্মের ১২টি গরু ৯ লক্ষ টাকায় বিক্রি করে বাড়ীতে স্টীলের বাক্সে তালা বদ্ধ করে রাখে এবং পাশ্ববর্তী গ্রামে পরিচিত এক মৃত ব্যক্তির জানাজায় শরিক হওয়ার জন্য গেলে সে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শুভ গত ১৫ জুলাই রাত ১০টার সময় তার শয়ন কক্ষে স্টীলের বাক্স ভেঙ্গে ৯ লক্ষ টাকা চুরি পালিয়ে যায়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি পুলিশ আমলে নিয়ে তার পরিবারের সদস্যদের সহযোগিতায় গত ২৩ জুলাই বগুড়ার মাটিডালী এলাকার গোধূলী হোটেল থেকে চুরি হওয়া টাকায় কেনা একটি নতুন এ্যাপাচি মটর সাইকেল সহ তাকে আটক করে শিবগঞ্জ থানায় নিয়ে আসে।
এ ঘটনায় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই অপরাধীকে আটক করতে পুলিশ তৎপর ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে টাকা ও মোটরসাইকেল সহ আটক করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাকী টাকা উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।