শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুর উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কর্তন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়।
স্বাস্থ্য বিধি মেনে কেক কাটার পর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী জয়।
উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন সাকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী ছাড়াও আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।