শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিন ব্যাপি পৌর শহরের বিভিন্ন এলাকায় তারা দায়িত্ব পালন করেন।
এসময় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, বাংলাদেশ সেনাবাহিনী পলাশবাড়ী উপজেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন নমিতা, পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, টিআই মোশারফ হোসেন ও সার্জেন্ট আজিজ সহ বিপুল সংখ্যাক সেনা সদস্য, পুলিশ সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।