স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় দৌলত (১৩) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯) দুপুরে তাকে ধুনট থানা হেফাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত দৌলত উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের মরিচতলা পূর্বপাড়া এলাকার বাবলু মিয়ার ছেলে।
মামলাসূত্রে জানাগেছে, গত ২৫ জুলাই সন্ধ্যায় মরিচতলা পূর্বপাড়া এলাকার এক দরিদ্র কৃষকের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী মেয়ে তার বাড়ির সামনের উঠানে একা বসে ছিল। এসময় প্রতিবেশি বাবলু মিয়ার ছেলে দৌলত ওই কিশোরীর মুখ চেপে ধরে পাশ^বর্তী ধান ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে।
তখন ওই কিশোরীর চিৎকারে তার খালা ঘটনাস্থলে এসে দৌলতকে হাতে নাতে ধরে ফেলে। কিন্তু এর কিছুক্ষন পরেই ধর্ষক দৌলত দৌড়ে পালিয়ে যায়।
এঘটনায় বুধবার (২৮ জুলাই) রাতে ওই প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে দৌলতকে আসামী করে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার এসআই রুহুল আমিন জানান, ধর্ষণ মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।