এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
শুক্রবার বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার বিবিরপুকুর বাজার এলাকায় ২ ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ২ জন আহত হয়েছে।
আহতরা হলো- টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার কস্টাপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে ট্রাক চালক ইসমাইল হোসেন (৩০) ও একই গ্রামের লোকমান হাসানের ছেলে হেলপার রিফাত হাসান (১৫)।
সংবাদ পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার হাসপাতালে ভর্তি করেন।