এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে এক ভ্যাচুর্য়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জুলাই) সকাল ১০ টায় বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে ভ্যাচুর্য়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো: মাছুদুর রহমান।
উক্ত ভ্যাচুর্য়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আমবার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু, রওশন আকতার।
এছাড়াও ভ্যাচুর্য়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের অফিসার, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।