ধুমধাম করে পুলিশ সদস্যকে চাকরি থেকে বিদায় জানালেন ধুনট থানার ওসি

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :

দীর্ঘ ৩৮ বছর বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনষ্টেবল পদে চাকরি করেছেন শ্রী জগদীশ চন্দ্র সরকার। দীর্ঘ এই চাকরি জীবিন শেষে অবসরে যাচ্ছেন এই পুলিশ সদস্য। তাই শেষ কর্মস্থল বগুড়ার ধুনট থানায় ধুমধাম করে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (৩১ জুলাই) সকালে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ তাকে ফুলের মালা ও উপহার সামগ্রী দিয়ে এই বিদায় সংবর্ধনা প্রদান করেন।


তবে ধুনট থানা পুলিশের ব্যক্তিক্রম এই আয়োজনে একজন কনষ্টেবলের বিদায়ের ঘন্টাটা যেন মুহুর্তেই আনন্দের ঘন্টাতে বেজে ওঠে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর তদন্ত জাহিদুল হক, এসআই রুহুল আমিন, এসআই আব্দুর রাজ্জাক, এসআই মতিয়ার রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।