বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম রকির হত্যাকারীদের ফাঁসির দাবীতে ফাঁপোড় হাট খোলা মাঠে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টার দিকে ফাঁপোর ইউনিয়নের সর্বস্তরের জনগনের আয়োজনে ও সাবেক শিক্ষা কর্মকর্তা একেএম মোশারফ হোসেনের সভাপতিত্বে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান প্রভাষক মহররম আলী, ফাঁপোর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাজু মন্ডল, প্রচার সম্পাদক শাহজাহান আলী, রকির স্ত্রী স্বরনা বেগম, আপেল মাহমুদ, রেজাউল হক ঠান্ডা, এ্যাড. কামাল হোসেন, প্রভাষক শফি মাহমুদ, মঞ্জুরুল হক সোনা, আওলাদ হোসেন রানা, জাহেদ ফকির, জামাল উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিরণ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তুহিন ও বাবু মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে বক্তারা আওয়ামীলীগ নেতা রকি হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।