স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল সহ নূর নবী (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ী বগুড়ার সোনাতলা উপজেলার পূর্ব তেকানী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
বগুড়া ডিবির ওসি আব্দুর রাজ্জাক জানান, শনিবার রাতে বগুড়া জেলার সোনাতলা থানাধীন তেকানী চুকাইনগর ইউনিয়নের পূর্ব তেকানী গ্রামের নদী এলাকায় এক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় ২০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী নূর নবীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।