বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জন এবং উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি হাসপাতালে তাদের মৃত্যু হয়।
সোমবার (২ আগষ্ট) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন এক অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি নিয়ে এ সব তথ্য জানান।
করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বগুড়ার ১০ জন। তারা হলেন, আদমদীঘি উপজেলার মোমেনা (৬০), শাজাহানপুর উপজেলার আঃ আজিজ (৪৮), সোনাতলার শামসুদ্দিন (৬৫), গাবতলী উপজেলার আজিজার রহমান (৭৭), আদমদীঘি উপজেলার আকতার বানু (৮৫), সদরের জয়নুল (৭১), মতিউর (৬০), বজলার রহমান (৭৫), বাধন চন্দ্র (৬৫) এবং শিবগঞ্জের তাজুল ইসলাম (৬০) এবং অন্য জেলার আরো ৮ জন বাসিন্দা করোনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন।
ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন আরো জানান, বগুড়ায় আবারও সংক্রমণ বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৮ নমুনায় নতুন করে আরও ১২৬জন শনাক্ত হয়েছেন। এছাড়া একই সময়ে ১৯৩ জন সুস্থ হয়েছেন।
তিনি জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ১২০জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৪ জন। এছাড়া জেলায় ১ হাজার ৪৮৪ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।