বগুড়া প্রতিনিধি :
বগুড়া সদরের গোকুলে স্ত্রীর উপর অভিমান করে গলায় ওড়না দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত জিয়ান (২০) বগুড়া সদরের গোকুল স্কুল পাড়া এলাকার জোবায়েরের ছেলে।
জানা গেছে, জিয়ান গত এক বছর পূর্বে বগুড়া শহরের কলোনী এলাকার মোসকান নামে একজন বিহারী মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করে।
বিয়ের পর থেকে তাদের সাংসারিক জীবন ভালই চলছিল। গত কোরবানী ঈদের পূর্ব স্বামী-স্ত্রীর মধ্যে মনমানিল্য হলে স্ত্রী মোসকান তার বাবার বাড়ী চলে যায়। তাকে নিয়ে আসার জন্য জিয়ান চেষ্টা করেও ব্যর্থ হয়।
নিহতের পরিবার জানায়, গত ১ আগষ্ট প্রতিদিনের ন্যায় জিয়ান তার ঘরে ঘুমিয়ে পড়ে। ধারনা করা হচ্ছে, তার স্ত্রীর সাথে ফোনে কথা বলেই সবার অজান্তে সে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
পরদিন সোমবার (২ আগষ্ট) সংবাদ পেয়ে বগুড়া সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।