স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ ফেরদৌস (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার (২ আগষ্ট) বিকেলে বগুড়া জেলার গাবতলী থানাধীন আটবাড়ীয়া মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ী ওই গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে।
বগুড়া ডিবির ওসি আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করে জানান, ফেরদৌস দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গাবতলী থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সে গাবতলী থানার অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলার পলাতক আসামী ছিল।