এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কর্নিপাড়া গ্রামে ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি আমিনুর ইসলামের বাড়ীতে আগুন লাগিয়েছে দূর্বৃত্তরা। সোমবার রাতে কে বা কারা বিদ্যুৎ সংযোগের মিটার থেকে তার বাড়ির দরজা ও মুরগীর ফার্মে এবং ইলেকট্রিক খুঁটিতে তার পেঁচিয়ে ঘরে অগ্নিসংযোগ করে। এঘটনায় মঙ্গলবার সকালে আমিনুর ইসলাম বাদী হয়ে কাহালু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যুবদলনেতা আমিনুর ইসলামের ক্ষতিগ্রস্ত বাড়ী পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো: মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: নেছার উদ্দিন, কালাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল কালাম আজাদ তালুকদার, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম আহম্মেদ,
পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজিজুল হাকীম, সদস্য সচিব মোস্তাকিম রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জর আল গেফারী, যুগ্ম আহবায়ক নাজমুস শাহাদত নয়ন, বগুড়া জেলা ছাত্রদলের সদস্য রাকিব ইমতিয়াজ শাওন, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলনেতা তারেক রহমান, কাহালুর ছাত্রদল নেতা মোস্তফা আমীর রেজওয়ান স্বাধীন, সুলতান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ইতিপূর্বেও যুবদল নেতা আমিনুর ইসলামের দোকান ঘরে কে বা কারা অগ্নিসংযোগ করেছিলেন। এছাড়া তার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনও করেছিলেন দূর্বৃত্তরা।