স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় রাস্তার পাশ থেকে এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ আগষ্ট) সকালে চৌকিবাড়ী ইউনিয়নের চান্দিয়ার গ্রামের পাকা রাস্তার পাশ থেকে ওই নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়।
ধুনট থানার এসআই রুহুল আমিন খান এতথ্য নিশ্চিত করে জানান, ধারানা করা হচ্ছে কেউ অবৈধ গর্ভপাত ঘটিয়ে ওই নবজাতক শিশুকে রাস্তার পাশে ফেলে রেখে গেছে।
পরে সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে ওই শিশুর লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।