সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা কমপ্লেক্স চত্বরে “স্বপ্ন সারথী” নামে আধুনিক মানের একটি মত বিনিময় কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার রাতে উদ্বোধন অনুষ্ঠানে একই সঙ্গে বগুড়া জেলার বিদায়ী পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা (বিপিএম বার) কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার বিদায়ী পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা (বিপিএম বার)।
আরো বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল তানভীর হাসান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত আলী, এসআই বিরঙ্গ, তরিকুল ইসলাম, নাজমুল হাসান প্রমুখ।