শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০০ বোতল রেকটিফাইট স্পিরিট ও ৫০০ গ্রাম গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৩ আগষ্ট) রাতে কাজিপুর থানার ওসি পঞ্চনন্দ সরকারের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম ও নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ঢেকুরিয়া বাজারের রোজিনা ফার্মেসি নামে একটি হোমিওপ্যাথিক ঔষধের দোকানের মালিক বিলচতল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে রঞ্জু মিয়া (৩৮) এবং উপজেলার চরগিরিশ ইউনিয়নের সিন্দুর আটা গ্রামের মৃত ছোহরাব ফকির ওরফে জট পাগলার স্ত্রী গাঁজা বিক্রেতা তারা ভানু (৫০)।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, জব্দকৃত এ্যালকোহল ও গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার (৪ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।