বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দোয়েল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।
বুধবার (৪ আগষ্ট) সকাল সাড়ে ৮টায় কাহালু উপজেলার কালিয়ার পুকুর এলাকার বগুড়া-নওগাঁ সড়কে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত যুবক নওগাঁর মান্দা উপজেলার চক ভবানী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, দোায়েল হোসেন সকালে তার মোটরসাইকেল নিয়ে বগুড়ার দিকে রওনা হয়। পথিমধ্যে কালিয়া পুকুর এলাকায় রোকেয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে নওগাঁ গামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার পর ওই ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।