স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া মহাসড়কের চেকপোষ্টে র্যাবের গোয়েন্দা জালে ২০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
বুধবার (৪ আগষ্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত চেকপোষ্টে মাদক পরিবাহী পিকআপ ভ্যানটি সহ মাদক ব্যবসায়ীরা র্যাবের গোয়েন্দা জালে আটক হয়।
আটককৃতরা হলো- রংপুর জেলার মাহিগঞ্জ থানাধীন মীরভদ্র বালাটারি গ্রামের রাহাত মিয়ার ছেলে শাকিল মিয়া (২৬) এবং একই থানাধীন কাচুয়ালুটারি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৮)।
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন জানান, সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে পিকআপের মাধ্যমে অভিনবভাবে লুক্কায়িত একটি বড় মাদকের চালান বগুড়ায় আসছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়ার বি-ব্লক এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী চেকপোষ্ট স্থাপন করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত চেকপোস্টে মাদকবাহী পিকআপটি অবশেষে আটক করা হয়।
পরে তল্লাশী চালিয়ে ২০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং পিকআপটি (দিনাজপুর-ন-১১-০১৩২) জব্দ করা হয়। এব্যাপারে বগুড়া জেলার শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।