স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় পুরস্কৃত হয়েছেন ধুনট থানার তিন পুলিশ কর্মকর্তা। তারা হলেন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল হক এবং এসআই আব্দুর রাজ্জাক।
বুধবার (৪ অগষ্ট) দুপুরে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) ধুনট থানার ওই পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।
জানাগেছে, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী ক্যাটাগরিতে ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল হক এবং ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক এবং মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রিপন মিঞা পুরস্কার পেয়েছেন।