এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে কাহালু উপজেলার দূর্গাপুর বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংক এর সামনে রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নন্দীগ্রাম উপজেলার থালতা (বড়িহট্র) গ্রামের মৃত অসিম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম ওরফে গাজী (৪৩), কালু প্রামানিক (৩৯) ও কাহালু উপজেলার দূর্গাপুর পশ্চিমপাড়া এলাকার কুশা প্রামানিকের ছেলে মাহাবুব হোসেন (৩৫)।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আমবার হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগাওে প্রেরন করা হয়েছে।