সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্যপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যদায় বিভিন্ন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল, শহীদ শেখ কামালের আত্মার মাগফিরাত কামনা দোয়া মাহফিল, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় বৃক্ষ রোপন এর অংশ হিসাবে যুবকদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরণ।
উক্ত কর্মসূচি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাক্তার তারকনাথ কুন্ড, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক, থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লা প্রমূখ।