স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০ মিটার স্পার যমুনার নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকাল ৮টার দিকে যমুনা নদীর পানির প্রবল স্রোতে ওই স্পারটির উত্তর পার্শে^র ২০ মিটার অংশের সিসি ব্লক ধ্বসে যায়।
সংবাদ পেয়ে দুপুর ২টার দিকে যমুনায় ধ্বসে পড়া স্পার পরিদর্শন করে তাৎক্ষনিক মেরামতের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এছাড়া স্পারটি রক্ষায় স্থানীয়ভাবে পদক্ষেপ নিতেও নির্দেশনা দেন তিনি।
ক্ষতিগ্রস্থ স্পার পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম দুলাল, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।