বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জন এবং উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি দুই হাসপাতাল ও বাড়িতে মারা যাওয়া ওই ১৫ জনের মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ ছিল।
অন্যরা করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। করোনায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ১১ জন বগুড়ার এবং বাকিরা অন্য জেলার বাসিন্দা।
শুক্রবার (৬ আগষ্ট) দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক এক অনলাইনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
বগুড়া মারা যাওয়া র্যক্তিরা হলেন, বগুড়া সদরের আব্দুস সামাদ (৬০) ও সাখাওয়াত হোসেন (৪৮), শাজাহানপুর উপজেলার জাকিয়া (২৭), সারিয়াকান্দি উপজেলার জরিনা (৬০) ও মমিনুল (৪৮), দুপচাঁচিয়া উপজেলার হারুন অর রশিদ (৭১) ও শাকের (৫০) এবং ধুনট উপজেলার দেলোয়ার (৫৫) ও চাঁন মিয়া (৭০), কাহালু উপজেলার রতন (৪০) এবং সোনাতলা উপজেলার জেবুন্নেসা (৬০)।
এই নিয়ে এই জেলায় করোনায় মোট মৃতের সংখ্য দাড়িয়েছে ৬০২ জনে।