শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় সফুরা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৭ আগস্ট) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের সফুরা খাতুন শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ম্যাচকান্দি গ্রামের আছু প্রামাণিকের স্ত্রী।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় কুমার বর্মণ জানান, শুক্রবার (৬ আগস্ট) বিকেলে সুঘাট ইউনিয়নের একটি আঞ্চলিক সড়কের জোড়গাছা নামক স্থানে বাজারে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন সফুরা খাতুন।
এসময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিকভাবে তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান সফুরা খাতুন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর পরই মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি। তবে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।