স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি দল।
শুক্রবার (৬ আগষ্ট) রাতে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন চৌমহনী বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- দুপচাঁচিয়া থানাধীন দুপচাঁচিয়া পালপাড়া এলাকার মৃত জয়দেব চন্দ্র পালের ছেলে রনি কুমার পাল (২১) এবং তারাজন গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে রাসেল আহম্মেদ (২১) ।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা বগুড়ার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে।