স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার (৮ আগষ্ট) রাতে বগুড়া সদরের মাটিডালি বিমান মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়া সদর থানাধীন পালশা পশ্চিমপাড়া এলাকার মৃতঃ হোসেন আলীর ছেলে শাহিন (৩৪) এবং ফুলবাড়ী উত্তর পাড়া এলাকার আহম্মেদ আলীর ছেলে আনছার আলী (৩২)।
বগুড়া ডিবির ইনচার্জ আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় তাদেরকে বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ১নং আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় ১টি মাদক মামলা এবং ২নং আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ আরো ৭টি মামলা রয়েছে। তারা এসব মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল।