এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলার পাইকড় হিন্দুপাড়া গ্রামে বজ্রপাতে বাবা ও ছেলে মারা গেছেন। সোমবার বিকেলে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, পাইকড় হিন্দুপাড়া গ্রামের গুপি চন্দ্র (৩২) ও তার ছেলে নিরব (১০)।
পাইকড় ইউপি চেয়ারম্যান মো: মিটু চৌধুরী এতথ্য নিশ্চিত করে জানান, বাবা ও ছেলে এক সঙ্গে জমিতে মরিচের গাছ রোপন করছিলেন। এসময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।