এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলা পাইকড় ইউনিয়নের আড়োলা দক্ষিণপাড়া গ্রামে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে শিউলী আকতার (৩০) নামক এক মহিলার আত্নহত্যা করেছে। শিউলী আকতার পাইকড় ইউনিয়নের আড়োলা দক্ষিণপাড়া গ্রামে প্রবাসী আজাহারের মেয়ে।
প্রতিবেশীরা জানান, মঙ্গলবার সকালে তিনি সকলের অগোচরে ৪টি গ্যাস ট্যাবলেট সেবন করে। গ্যাস ট্যাবলেট খাওয়ার পর সঙ্গে সঙ্গে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
কাহালু থানার অফিসার ইনচার্জ আমবার হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।