এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১০ আগষ্ট) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলা গ্রামের আলিম উদ্দিনের ছেলে গোলাম রব্বানী রঞ্জু (২৬) এবং কাহালু পৌর এলাকার লক্ষীপুর গ্রামের মৃত হারেজ আলীর স্ত্রী ছালিমা বেগম ওরফে ছালি (৫৬)।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমবার হোসেন জানান, পৃথক মাদক বিরোধী অফিসার চালিয়ে গালাম রব্বানী রঞ্জুকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ছালিমা বেগমকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ছালিমা বেগমের নামেই ১৭টি মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।