স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫ লিটার চোলাই মদসহ তাহেরুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি দল।
বুধবার (১১ আগষ্ট) দুপুরে বগুড়া জেলার সদর থানাধীন জলেশ^রীতলা কালীমন্দিরের সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাহেরুল ইসলাম সারিয়াকান্দি উপজেলার বড়ইকান্দি গ্রামের বিশে প্রামানিকের ছেলে।
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য চোলাই মদ বগুড়ার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।