স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে ধানের চারা তুলতে গিয়ে বজ্রপাতে সোহেল রানা (৩৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ আগষ্ট) সকাল ১১টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের থেউকান্দি গ্রামের ফসলী জমিতে এঘটনা ঘটে।
নিহত সোহেল রানা থেউকান্দি গ্রামের মোজদার আলীর ছেলে।
ধুনট থানার এসআই অমিত বিশ্বাস এতথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকালে কৃষক সোহেল রানা তার জমিতে ধানের চারা তুলতে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।