নাজমুস সাকিব আপেল, অনুসন্ধানবার্তা :
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের মাগুরের তাইর এলাকায় অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ই আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা এলাকার মাগুরের তাইর গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে শেরপুর থানা পুলিশ। এসময় জুয়া খেলা অবস্থায় ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ২০ হাজার ৭৪২ টাকা ও দুই প্যাকেট তাস জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ওই এলাকার মকবুল হোসেনের ছেলে আব্দুল লতিফ (৩৭) মৃত খোরশেদ আলীর ছেলে ফারুক হোসেন (৩২), আব্দুল কাফির ছেলে আলম বাবু (৩৩), মৃত লোকমান হোসেনের ছেলে আব্দুস সবুর (৩৭) মৃত হযরত আলীর ছেলে কুদ্দুস (৩৪) এবং মৃত জব্বার সেখের ছেলে আবদুল মোতালেব (৪৫)।
এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে শেরপুর থানায় জুয়া আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।