ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের উজালশিং গ্রামের এক কাঁচা রাস্তায় ধানের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের উজালশিং-ছাতিয়ানী গ্রামের আবেদ আলী শেখের বাড়ির সামনের রাস্তায় ধানের চারা লাগিয়ে এই প্রতিবাদ জানান এলাকাবাসী।
জানাগেছে, গত কয়েক দিনের বৃষ্টিতে ধুনট উপজেলার অভ্যন্তরীন ১০টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কাঁচা রাস্তাই এখন চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে।
উজালশিং গ্রামের ব্যবসায়ী শামীম ভূঞা জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে উজালশিং-ছাতিয়ানী রাস্তা বেহাল দশায় পরিনত হয়েছে। খালি পায়ে হেঁটে প্রায় ৭/৮টি গ্রামের মানুষজন এই রাস্তা দিয়ে চলাচল করছে। তাই কাঁদাযুক্ত এ সড়কটি পাকা করণের দাবিতে গ্রামীবাসী এই অভিনব প্রতিবাদ জানিয়েছেন।
তবে এবিষয়ে ধুনট উপজেলা প্রকৌশল কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ সড়কগুলো মেরামত করতে এবং নতুন কাঁচা রাস্তা পাকা করণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। সেগুলো এখন টেন্ডারের অপেক্ষায় রয়েছে। আরো নতুন নতুন রাস্তা পাকা করণের জন্য তালিকা করা হচ্ছে।