এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো: আব্দুল মান্নান ও প্যানেল মেয়র ইউসুব আলীকে আসামী করে সাবেক মেয়র আলহাজ্ব মো: হেলাল উদ্দিন কবিরাজ যে মামলা দায়ের করেছেন তার প্রতিবাদে শনিবার বিকেলে বগুড়ার কাহালু বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কাহালু পৌর বিএনপির আহবায়ক ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাদল। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কাজী আব্দুর রশিদ, পৌর বিএনপির সাবেক আহবায়ক আনিছার রহমান আনিছ, সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফজলু, বিএনপিনেতা হযরত আলী, মোজাহার আলী, আলমগীর হোসেন, সাদিকুল ইসলাম, তাজ উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান,
পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নাজমুস শাহাদত নয়ন, যুবদলনেতা ফরহাদ হোসেন, ছাত্রদলনেতা হাবিবুর রহমান হাবিব সহ পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তারা অভিলম্বে কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান ও প্যানেল মেয়র ইউসুব আলীর মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।