বগুড়া প্রতিনিধি :
বগুড়া শহর যুব শ্রমিক দলের কমিটি গঠন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় বগুড়া শহরের গালাপট্টি দলীয় কার্যালয়ে জেলা যুব শ্রমিক দলের আহ্বায়ক এম এ ইসলাম আরিফ এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন যুব শ্রমিক দল বগুড়া জেলা শাখার সদস্য সচিব নূর আমিন সরকার।
সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বগুড়া শহর শ্রমিক দলের সভাপতি লিটন শেখ বাঘা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহিদ, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, শহর শ্রমিক দলের দপ্তর সম্পাদক আল-আমিন হোসেন,
সদর থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক আল-আমিন খন্দকার, যুগ্ম আহ্বায়ক মিলন হাসান, রাজু আহম্মেদ, মেহেদী হাসান, আরো উপস্থিত ছিলেন- রিক্সা ভ্যান শ্রমিক দলের সভাপতি আফজাল হোসেন, রিক্সা ভ্যান শ্রমিক নেতা বকুল মিয়া, রব্বানী, আল-আমিন, শ্রমিক নেতা মিজান, নির্মাণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুলতান আহম্মেদ, যুব শ্রমিক দল নেতা ওহেদ আলী, জাকির হোসেন, তারেক ও জাকির প্রমুখ নেতৃবৃন্দ।