এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।
রোববার সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে পুষ্পমাল্য অর্পন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।
এরপর কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।
উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
কাহালু উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজিবর রহমান,
উপজেলা প্রাণী সম্পাদ অফিসার ডাঃ মোশারফ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি, কাহালু মডেল প্রেস ক্লাবের সভাপতি ইউনুস আলী টনি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।