স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে জাতীয় শোক দিবস ও শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে ধুনট থানা পুলিশ।
রবিবার (১৫ আগস্ট) ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ধুনট থানা পুলিশের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান ও ধুনট থানার অফিসার ইনচাজ (ওসি) কৃপা সিন্ধু বালা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল হক, ধুনট থানার এসআই রুহুল আমিন, এসআই মতিয়ার রহমান, এসআই আসাদুজ্জামান, এসআই জাহাঙ্গীর হোসেন, এএসআইন রতন কুমার, বরকত উল্লাহ্ প্রমূখ।