স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন ও এসএ টেলিভিশনের বগুড়ার স্টাফ রিপোর্টার আরিফ রেহমানের বড় ছেলে ইরাম (১৭) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
শনিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে দীর্ঘদিন ধরে টাইফয়েড জ্বরে ভুগছিল।
ইরাম বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।
গত ২ অগাস্ট তাকে বগুড়ার মেডিকেলে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। শনিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
সাংবাদিক আরিফ রেহমানের ছেলে ইরামের এই অকাল মৃত্যু এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, সহ-সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক সাংবাদিক এমএ রাশেদ, যুগ্ন সম্পাদক শাওন ইসলাম সুমন, দপ্তর সম্পাদক সাংবাদিক এমরান মুরাদ আনোয়ার, কোষাধ্যক্ষ সাংবাদিক জিল্লুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক রবিউল ইসলাম, সাংবাদিক কারিমুল হাসান লিখন প্রমূখ।