সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (৪৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত ওই কৃষক শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের আলীগ্রামের ভোলার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলী গ্রামের জয়নাল প্রামানিকের ছেলে মিলন তার চাষকৃত মান্দারগাড়ী পুকুরটি বিদ্যুৎ চালিত মেশিন দিয়ে পুকুরের পানি শুকাতে থাকে।
রবিবার (১৫ আগষ্ট) সকালে কৃষক রবিউল ইসলাম তার জমির খাস পরিস্কারের কাজ করতে যাওয়ার সময় সে অসাবধনাতা বসত বৈদ্যুতিক তাতে স্পর্শ করলে ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয়রা জানায়, মিলন তার বাড়ি থেকে বিদ্যুৎ তাড় দিয়ে পুকুর শুকানোর কারণে বিদ্যুতের তার ছেঁড়া থাকায় এ দূর্ঘটনা ঘটেছে।