জাফরুল সাদিক, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রবিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য জনাব সাহাদারা মান্নান।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ হিমু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো প্রমুখ।