শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি :
বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি’র আয়োজনে ও উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের সার্বিক সহযোগীতায়, শহীদের প্রতিকৃতিতে শ্রদ্ধা, বৃক্ষ রোপন, তবারক বিতরণসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এসময় সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আর্দশ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে দলীয় নেতাকর্মীদের আহবান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ভিপি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান লাভলু, শ্রম বিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপটি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবু নির্মল মিত্র, আওয়ামীলীগ নেতা মহির উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক আতোয়ার রহমান, হোসেনপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ময়নুল হক মাস্টার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবলু,
বরিশাল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামিম মিয়া, মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন, বেতকাপা ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক এবিএম শামছুল আলম, পবনাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সিদ্দিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম প্রধান আরজু, মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মিজানুর রহমান চাঁন, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব প্রধান রিপন, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, উপজেলা কৃষকলীগ সভাপতি মোহাব্বতজান চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ তাপস, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি শেখ শামসুজ্জামান হিটু,
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস, সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম, তাঁতীলীগ সভাপতি আকতারুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীব, সহ-সভাপতি তারা মিয়া, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জেলা মহিলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তার, উপজেলা যুব মহিলালীগ সভাপতি কল্পনা আক্তার, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম সভাপতি সাংবাদিক মিজানুর রহমান মিলন মন্ডল, সাবেক ছাত্রনেতা পরিষদের যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক শান্ত, মোহন সরকার, স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক শাজাহান মন্ডল, জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুল জলিল, আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু, শেখ রানাসহ অন্যান্যরা।