এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৬ তম জম্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাদ আসর বগুড়ার কাহালু স্টেশন জামে মসজিদে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার (১৭ আগস্ট) বাদ আসর কাহালু স্টেশন জামে মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো: আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফরিদুর রহমান ফরিদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর ফেরদৌস আলম, বিএনপিনেতা অধ্যক্ষ রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন আজাদ, ফরিদ উদ্দিন ফকির, আব্দুল হান্নান, মোহাম্মাদ আলী ভূইয়া, সালাম সরদার, শফিক তালুকদার,
উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মোমিন, যুগ্ম আহবায়ক শাহিনুর ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল কালাম আজাদ তালুকদার, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম আহম্মেদ, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নাজমুস শাহাদত নয়ন,
যুবদলনেতা সাব্বির আহম্মেদ, আল আমিন, ফরহাদ হোসেন, বগুড়া জেলা ছাত্রদলের সদস্য রাকিব ইমতিয়াজ শাওন, ছাত্রদলনেতা হাবিবুর রহমান হাবিব, মুরাদ আহম্মেদ মধু, কামরুজ্জামান জায়েদ, রাকিব, রিমন আহাদ, মুরাদ হাসান, মোস্তফা আমীর রেজওয়ান স্বাধীন, মেহেদী হাসান, তামিম, হাসান, ওবাইদুর রহমান রাজু, মুক্তার, সাকিল, রাকিবুল ইসলাম আলিম, আব্দুর রউফ, বারিক, আব্দুল মোমিন সহ স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ছাত্রদলের উদ্যোগে সাধারণ ছাত্রদের হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানের বই তুলে দেন বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ।