এম.এ রাশেদ, স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার মহাস্থানগড় মাজার এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে বগুড়া সদর থানা পুলিশ মহাস্থানগড় মাজার এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেন।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেদার উদ্দীন এতথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তার পড়নে লুঙ্গি ও গেঞ্জি এবং পুরো শরীর কাঁদাযুক্ত ছিল। তার বয়স আনুমানিক প্রায় ৩৫ বছর। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।