দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে রিয়ান বাবু (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চামরুল ইউনিয়নের পাঁচথিতা গ্রামের মোহাম্মদ আলী সবুজের ছেলে।
বুধবার (১৮ আগস্ট) সকাল ১১ টার দিকে বাড়ির পাশেই এ ঘটনা ঘটে।
চামরুল ইউপি চেয়ারম্যান শাজাহান আলী জানান, বুধবার সকালে রিয়ান তার বড় ভাই রিয়াদ বাবুর সাথে পুকুরে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় রিয়াদ ব্যস্ত থাকলে রিয়ান বাবু কখন পানিতে তলিয়ে যায়, তা খেয়াল করেনি।
অনেকক্ষণ পর রিয়ানের লাশ পানিতে ভাসতে দেখে বড় ভাই রিয়াদ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করেন।