বগুড়া প্রতিনিধি :
বগুড়া জেলা শ্রমিকদলের উদ্যোগে জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় বগুড়া শহরের গালাপট্টি দলীয় কার্যালয়ে রিক্সা-ভ্যান শ্রমিক দলের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার সভাপতি আঃ ওয়াদুদ।
সভা পরিচালনা করেন, বগুড়া শহর শ্রমিক দলের দপ্তর সম্পাদক আল আমিন হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক শামসুল আজক খোকন, মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন আক্তার শিল্পী, জেলা যুবদল নেতা আঃ বারী, বগুড়া শহর শ্রমিক দলের সভাপতি লিটন শেখ বাঘা, সাংগঠনিক সম্পাদক মাফরুজ্জামান ওমেক্স, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম,
নির্মাণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, যুব শ্রমিক দল বগুড়া জেলা শাখার আহ্বায়ক এম,এ ইসলাম আরিফ, জাতীয়তাবাদী হোটেল শ্রমিক দলের সভাপতি সাদেক আলী, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা সজল, বেকার এন্ড কনফেকশনারী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ রাঙ্গা প্রমূখ।
উক্ত সম্মেলনে আফজাল হোসেন কে সভাপতি ও বকুল মিয়া কে সাধারণ সম্পাদক ও আল-আমিন হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক দল ও রিক্সা ভ্যান শ্রমিক দল নেতা- হযরত আলী, আশিক, হাসান আলী, বাবলু মিয়া, সেকেন্দার, মিজান, ইকবাল, রুস্তম আলী, রঞ্জু মিয়া, শহিদুল, জাহাঙ্গীর, রব্বানী, ইসমাইল, রাব্বি মিয়া, রাশেদ, শাহিন, আসাদুল, কাঞ্চন, শফিকুল, রায়হান, আঃ মজিদ প্রমুখ নেতৃবৃন্দ।