শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুরে করোনা ভাইরাসের কারনে লকডাউনে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কাজিপুর অফিসের আয়োজনে স্থানীয় কার্যালয়ে ৮জন সুবিধাভোগির মাঝে সাড়ে ১১ লক্ষ টাকা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) এনামূল হক, ইউনিয়ন উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, হিসাব রক্ষণ কর্মকর্তা হেলাল আলম প্রমূখ।