স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় ৭৪ লিটার চোলাই মদসহ শ্রী অভিরাম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি দল।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে বগুড়া শহরের জলেশ্বরীতলা ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার উপর থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শ্রী অভিরাম বগুড়া জেলার কাহালু উপজেলার শিবাকলমা গ্রামের মৃত মহিন্দ্র নাথ সরকারের ছেলে।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য চোলাই মদ বগুড়ার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।