এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সদ্য কারামুক্ত ইসহাক সরকারকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর ও দক্ষিণের ছাত্রদল সহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সদ্য কারামুক্ত সাবেক ছাত্রদল নেতা ইসহাক সরকার বলেন, আমার উপর অনেক মামলা দিয়েছে। মামলায় আমি জেল খেটেছি তার পরেও আমি কোনদিন ভেঙ্গে পড়েনি। রাজনীতি করতে গেলে এখন হামলা, মামলা ও জেল খাটতে হবে এটাই স্বাভাবিক।
তিনি আরও বলেন, হামলা ও মামলা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা-কর্মীদেরকে কখনো দাবিয়ে রাখা যাবে না। আপনারা ধৈর্যধারন করুন অবশ্যই দলের জন্য সুদিন আসবে, শুধু সময়ের অপেক্ষা।